বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মনির বিন আমজাদের বড় ভাই আতাউর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া নেতৃবৃন্দ।
সোমবার এক শোক বার্তায় সংগঠনটির আহ্বায়ক জহিরুল ইসলাম হিরণ, সদস্য সচিব শাহাদাত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আরিফুল ইসলাম মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আরও গভীর সমবেদনা জানিয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক, সহ- সভাপতি জাকির আহমেদ রাজু, আশরাফুল মামুন, সাংগঠনিক সম্পাদক শেখ আরিফুজ্জামান, দপ্তর সম্পাদক শাহরিয়ার তারেক, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এ আবির, সদস্য মোঃ সৌরভ ও মেহেদী হাসান।।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন