গত ৯ সেপ্টেম্বর (রবিবার) সিডনির ইংগেলবার্ণের গ্রেগ পার্সিভাল হলে শ্রী রাধা কৃষ্ণ গৌড়ীয় মন্দির সংগঠন ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন-জন্মাষ্টমী পালন করে। সংগঠনটি পরম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস উপলক্ষে গত এক সপ্তাহব্যাপী সিডনির বিভিন্ন শহরতলীতে পালিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর মন্দিরের পক্ষ থেকে গতকাল সিডনির ইন্গেলবার্নে উৎসবের পরম পর্যায়ের মহোৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও নন্দোৎসবের আয়োজন করে।
অনুষ্ঠানে সিডনি ও অস্ট্রেলিয়ার অন্যান্য শহর থেকে শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ উপস্থিত হয়ে শ্রী শ্রী রাধা কৃষ্ণ সেবায় নিয়োজিত হয়ে বহু অনুরাগী ভক্তদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানটি দিব্য আনন্দে ভরে উঠে। দুপুর ১টায় হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি জয়ধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনার পর ছোটদের ভজন, কীর্তন, ব্রজ নাচ বড়দের ভজন, কীর্তন, বৈদিক নাচ, গোপীনৃত্য, লাঠিনৃত্য, বৈদিক নাটক সহ আন্যান্য বৈদিক সংস্কৃতিমূলক অনুষ্ঠান পরিচালিত হয়।
এছাড়া মহাপ্রভুর ভোগ নিবেদন, আরতি, শ্রী শ্রী রাধা কৃষ্ণের মহা অভিষেক, শৃঙ্গার, শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম গীত হয়। দিব্য সেবা সহ মহাপ্রসাদ সেবার মাধ্যমে রাত সাড়ে দশটায় অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সমাপ্ত হয়। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শ্রী রঞ্জিত দাস প্রভু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন কাউন্সিলের ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর মাসুদ চৌধুরী ও ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর শ্রীমতী ঊষা ডোমারাজু। যে সকল ভক্তদের উপস্থিতিতে ও বিশেষ সেবা প্রদানের দ্বারা উক্ত অনুষ্ঠানটি পূর্ণতা পেয়েছে তাদের সবাইকে রাধা কৃষ্ণ গৌড়ীয় মন্দিরের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগঠনের সভাপতি প্রভূ জ্যোতির্ময় কৃষ্ণ দাস।
এই আনন্দঘন মহোৎসবের প্রেমানন্দ হৃদয়ে ধারণ করে সবাই মিলে দিব্য যুগল শ্রী শ্রী রাধা কৃষ্ণের কাছে প্রার্থনা করার মাধ্যমে সবার উপরে যেন দিব্য যুগলের অপ্রাকৃত কৃপা বর্ষিত হয় ও সবাই সতত তাদের সেবায় নিয়োজিত হতে পারে, রাধানূকূল কৃষ্ণ প্রেম লাভ করে মানব জীবন সফল করতে পারে তার জন্য রাধা কৃষ্ণ গৌড়ীয় মন্দিরের সকল ভক্তের প্রার্থণার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
বিডি প্রতিদিন/এএ