পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে যাওয়ার পথে লন্ডনের হিথ্রো বিমান বন্দরে যাত্রা বিরতি করেন। এসময় লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম তাকে স্বাগত জানান। লন্ডনে প্রবাসী বাংলাদেশি প্রতিনিধিগণ, লন্ডন আওয়ামী লীগ ও যুব লীগের নেতৃবৃন্দ পররাষ্ট্রমন্ত্রী ড.মোমেনকে ফুল দিয়ে স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সম্পাদক ড. মিসবাহুর রহমান মিসবাহ, লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক খান, লন্ডন মহানগর যুবলীগের সহ-সভাপতি জুবায়ের সেলিম, নর্থ লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান, নিউহ্যাম আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আব্দুল বাছিত, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজমুল