বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক ঢাকা ৪/৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সুস্থতা এবং কারামুক্তির দাবিতে দোয়া ও প্রতিবাদ সভার আয়োজন করেন সালাহউদ্দিন-রবিন মুক্তি পরিষদ মালয়েশিয়া শাখা। শনিবার সন্ধ্যায় ঢাকা দক্ষিণ ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল এবং সাবেক ছাত্রনেতা মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক ইমরান হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহ্বায়ক ও মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম হেলাল সিকদার ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য মির্জা খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দিন মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহউদ্দিন
মালয়েশিয়া বিএনপির প্রচার সম্পাদক ও মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম বশির আলম অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডেমরা থানার সাবেক ছাত্রনেতা মালয়েশিয়া বিএনপির সম্মানিত সদস্য যুব নেতা মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোল্লা মনির হোসেন বাবু কুয়ালালামপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, মালয়েশিয়া যুবদলের কর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গী্ মালয়েশিয়া যুবদলের সহ- সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি জনাব মঞ্জু খা, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মারুফ এলাহী, যুবনেতা সাজ্জাদ হোসে্ আমজাদ হোসেন মৃধা, মির্জা মিরাজ, যুবনেতা বাপ্পি, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দল সহ- সাধারণ সম্পাদক তারেক সালাম, যুব নেতা মোহাম্মদ বাবু কুয়ালালামপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ- সভাপতি আক্তার গাজী, স্বেচ্ছাসেবক দল নেতা রাকিব, স্বেচ্ছাসেবক দলের সহ- আন্তর্জাতিক সম্পাদক আক্তারুজ্জামান, সহ- প্রচার সম্পাদক সজীব আহমেদ মিলন, নুর হোসেন, ইয়াসিন আলি বিপুল, আনোয়ারসহ আরো অনেকে ।
অনুষ্ঠানের বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সুস্থতা ও মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবু তাহের।
বিডি প্রতিদিন/এএ