ধ্রুবপদ পারফর্মিং আর্টস অ্যান্ড রিসার্চ সেন্টার আয়োজিত ‘রবি ও রাগ’ শীর্ষক একটি ভিন্ন মাত্রার সঙ্গীতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে টরন্টোর সেন্টক্লেয়ার মিডল্যান্ডের হাই্ওয়ে গসপেল চার্চ মিলনায়তনে ।
এতে ধ্রুবপদ পারফর্মিং আর্টস অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালক ও কণ্ঠশিল্পী ড. মমতাজ মমতা ও উচ্চাঙ্গ সঙ্গীতের শিল্পী সুপ্রিয়া দে সঙ্গীত পরিবেশন করেন। দুই শিল্পীর অনবদ্য পরিবেশনা দর্শক-শ্রোতাদের মোহাবিষ্ট করে রাখে।
লেখক সুব্রত কুমার দাসের সঞ্চালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক ও শিল্পী ড. ইখতিয়ার ওমর। এরপর শুরু হয় দুই শিল্পীর সঙ্গীত পরিবেশনা।
ড. মমতাজ মমতা পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত আর শিল্পী সুপ্রিয়া দে পরিবেশন করেন বিভিন্ন রাগের বন্দীশ এবং সেইসব রাগাশ্রয়ী রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী ড. মমতাজ মমতা।
তাদের পরিবেশনার সাথে সঙ্গত করেন তবলাশিল্পী অশোক দত্ত ও এস্রাজবাদক রত্তন সিং ভামরাহ। তাদের নিখুঁত ও সংযত সঙ্গতে দুই কণ্ঠশিল্পীর প্রতিটি নিবেদন মনোমুগ্ধকর হয়ে উঠে। একটি রাগের বন্দীশের পর সেই রাগাশ্রয়ী কবিগুরুর গান-এই বিন্যাসটি অনুষ্ঠানে যোগ করে অনন্য এক মাত্রা।সঙ্গীতানুরাগী দর্শকশ্রোতারা পিনপতন নীরবতায় মুগ্ধ হয়ে উপভোগ করেন দুই শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা।
বিডি-প্রতিদিন/বাজিত