‘জীবনযুদ্ধে হাইরা যাইতে লইছলাম। পড়বাম কিবায় আর খাইয়ামই বা কিবায়। অহন দেহি আমরার পাশে খাড়াইছে বসুন্ধরা শুভসংঘ।’ তারা আমরারে প্রশিক্ষণ দিয়া একটা সেলাই মেশিন দিছে। অহন একটা মেশিন দিয়াই আয় কইরা দুই বইনে পড়বাম সেই সঙ্গে সংসারও চলব’- বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সেলাই মের্শিন পেয়ে কথাগুলো বলছিলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চৌরাস্তা এলাকার রিকশাচালক তোতা মিয়ার মেয়ে তামান্না আক্তার ও তুলি আক্তার। উপজেলা সদরে অবস্থিত সমূর্ত্ত জাহান মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তারা। গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে কলেজে একটি অনুষ্ঠানের মাধ্যমে অনেকের সঙ্গে তাঁদের হাতেও সেলাই মেশিন তুলে দেওয়া হয়। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দরিদ্র পরিবারের নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। তামান্না ও তুলির মা মনোয়ারা বেগম ও বাবা তোতা মিয়াও সেদিন এসেছিলেন। সেলাই মেশিন পেয়ে তারা অনেক খুশি। তামান্না বলেন, বাবা অসুস্থ, তারপরও রিকশা চালাতে হয়। একদিন রিকশা না চালালে খাবার জোটে না। এ ছাড়াও আছে দুই বোন এক ভাইয়ের পড়ালেখার খরচ। নিজেদের জমিজমা বলতে কিছুই নেই। এখন আর বাবার আয়ের দিকে তাকিয়ে থাকতে হবে না। নিজেরাই সেলাই মেশিন দিয়ে আয় করে পড়ালেখা চালানো ছাড়াও সংসারের ব্যয় মেটানো যাবে। লাকী আক্তার বলেন, একটা মেশিনই অহন আমরার সম্পদ। এইডা দিয়াই অহন আরেকটা মেশিন কিনবাম। মনোয়ারা বেগম বলেন, ‘এরকম একটা পথ খুঁজছিলাম। কিন্তু লজ্জাশরমে কারও কাছে বলতে পারছি না। অবশেষে আল্লার ইশারায় বসুন্ধরা শুভসংঘ আমরার বাঁচার পথ দেখাইয়া দিছে। তোতা মিয়া বলেন, শইলডা আর চলে না। তারপরও রিকশার প্যাডেল মারঅন লাগে। ইচ্ছা না থাকলেও আয়ের জন্য বাইর হইতে হয়। অহন একটা চিন্তা গেছে। মাঝেমধ্যে বাইর অইলেও অইব। আমরারে যিনি এই মেশিনডার ব্যবস্থা কইর্যা দিছেন বসুন্ধরার মালিকরে অনেক দোয়া করি। আল্লায় যেন হেগরে বেবাকতেরে অনেক সুস্থ সবল রাহেন।’ সেলাই মেশিন নিয়ে বাড়িতে যাওয়ার সময় দুই বোনের বাঁধভাঙা খুশি ছিল সবার কাছেই দৃশ্যমান। এই সেলাই মেশিনটিই যে তাঁদের অবলম্বন হবে তা বোঝাই যাচ্ছিল দুই বোনের মুখ দেখে। মেশিন নিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল স্বপ্ন ধরে বাড়ি নিয়ে যাচ্ছেন তারা। দুই বোন দুই দিকে মেশিনটি ধরে বলছিলেন, ‘আয় বইন আয় বাড়িত গিয়া সবাই একসঙ্গে কইর্যা মোবাইলে একটা ছবি তুলবাম।’
শিরোনাম
- ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে পশ্চিম তীর সফরের অনুমতি দিল না ইসরায়েল
- ট্রাম্পের অনীহা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় ইসরায়েল
- একতরফা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
আমরার দুই বইনেরে পড়ার সুযোগ কইরা দিছে বসুন্ধরা
আলম ফরাজী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর