ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। কর্মবিরতির দ্বিতীয় দিন রবিবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে।
মানববন্ধনের আগে মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে অবস্থান নেয় চিকিৎসকরা। পরে একটি মিছিল বের করে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
তবে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কোনো প্রভাব রাখতে পরেনি বলে দাবি করেছেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. শামসুর রহমান।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চার ইন্টার্ন চিকিৎসকের ছয় মাসের জন্য বরখাস্তের প্রতিবাদে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ তিন দিনের কর্মবিরতির ডাক দেয়।
বিডি প্রতিদিন/৫ মার্চ, ২০১৭/ফারজানা