স্মৃতির ভেলায় গৌরবের পথ ধরে সামনে এগিয়ে চলার প্রত্যয় নিয়ে স্মৃতি আনন্দ-উচ্ছ্বাসে অনুষ্ঠিত হলো স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ‘অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫।’
গতকাল শুক্রবার সকাল সকাল ৯টা থেকে স্টামফোর্ড ইউনিভার্সিটির ‘অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট ২০২৫’-এ রেজিস্ট্রেশনকৃত শত শত প্রাক্তন শিক্ষার্থীকে উঞ্চ অভ্যর্থনায় ইউনিভার্সিটি পক্ষ থেকে স্বাগত জানানো হয় তাদের স্মৃতি বিজড়িত প্রাণের ক্যাম্পাসে। বেলা বাড়ার সাথে সাথে প্রাক্তন শিক্ষার্থীদের পদাচারণায় পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ মুখোরিত হয়ে উঠে।
বেলা ১১টায় ‘অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫’ –এর আহ্বায়ক প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ইউনুছ মিয়া, এবং ‘অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫’-এ সভাপতিত্ব করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ’র উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইমিরেটাস প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ, ইউনিভার্সিটির ট্রেজারার, রেজিস্ট্রার ও বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা।
দুপুর ৩টায় মধ্যাহ্ন ভোজের পর বর্ণাঢ্য সাংস্কৃতি অনুষ্ঠান র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ‘অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫।’
বিডি প্রতিদিন/জুনাইদ