জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের তৈরি সামাজিক সচেতনতামূলক শর্টফিল্ম ‘আক্ষেপ’ ইউটিউবে মুক্তি পাবে আগামী ১৫ মার্চ।
শর্টফিল্মটির রচয়িতা ও নির্বাহী প্রযোজক খালেদুন রাতুল বলেন, “৭ মিনিটের এ শর্টফিল্মে একটি শক্তিশালী বার্তা আছে, যা সামাজিক সচেতনতায় ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। আগামী ১৫ মার্চ ‘আর্ট ফ্লিমস’র ইউটিউব চ্যানেলে শর্টফিল্মটি মুক্তি দেওয়া হবে।”
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ, খালেদুন রাতুল, জোবায়ের টিপু, নাজিয়া ফেরদৌস, ওয়ালিউল্লাহ, সাইফ ভূইয়া ও রবিন খান।
শর্টফিল্মটি পরিচালনা করেছেন নাঈম আবির এবং সম্পাদনা করেছেন নয়ন মাহমুদ ও এসআই বাবলু। অভিনয়ের বিষয়ে অধ্যাপক একেএম শাহনেওয়াজ বলেন, “গল্পটা সময়োপযোগী এবং সচেতনতামূলক। গল্পটা আমাকে খুব আকৃষ্ট করেছে বলেই এতে অভিনয় করেছি।”
বিডি-প্রতিদিন/এস আহমেদ