হলের নেতৃত্ব ও প্রভাবকে কেন্দ্র করে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে ক্যাম্পাসের জিয়া হলের ছাত্র জ্যাকি ও কিবরিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানাণ, শনিবার সকাল ১১টায় জিয়া হলের ছাত্র জ্যাকি ও কিবরিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের বাজার বাশেরহাটে নাস্তা করতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগ নেতা আশরাফুল গ্রুপের সদস্য পলাশ ও রিয়াদের সাথে কথা কাটাকাটি হয় ও এক পর্যায়ে তাদেরকে মারধোর করে। পরে জ্যাকি ও কিবরিয়া জিয়া হলের ছাত্রলীগ নেতা সাদ্দামকে বিষয়টি সম্পর্কে অবহিত করলে সাদ্দামের সমর্থক ঘটনার প্রতিবাদ করে। এ সময় ছাত্রলীগ নেতা সাদ্দাম ও আশরাফুলের সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের প্রায় ৮ জন আহত হয়। তাদের মধ্যে অপূর্ব, শাহ আলম, মাসুদ, মোহাম্মদ আলী ও আকাশকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৭/এনায়েত করিম