সাম্প্রতিক সময়ে সিলেট ও মৌলভীবাজারে জঙ্গি হামলার ঘটনায় গভীর উদ্ধেগ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।
রবিবার প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক ড. রকীব আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এসব জঙ্গি আস্তানায় চলমান অভিযানে নিরাপত্তা বাহীনির সাহসিকতা ও সাফল্যে প্রগতিশীল শিক্ষক সমাজ গর্বিত ও স্বস্তি প্রকাশ করছেন। জঙ্গিবাদ দমনে সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতি সমর্থন ও জঙ্গী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের আহ্বানও জানান প্রগতিশীল শিক্ষক সমাজ।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৭/মাহবুব