সম্প্রতি দেশের বিভিন্নস্থানে জঙ্গি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি কাজী লিংকন, সৈকত আহমেদ, যুগ্ম-সাধারণ সরকার ডন, সম্পাদক ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু, এনায়েত করিম রাজুসহ দেড় শতাধিক নেতাকর্মী।
বিডি প্রতিদিন/৪ এপ্রিল ২০১৭/হিমেল