ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী তাকে পরিচালক হিসেবে নিয়োগ দেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এস আব্দুল লতিফ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে অধ্যাপক ড. দীপক কুমার পালের মেয়াদ শেষ হওয়ায় সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহকে টিএসসিসির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য তিনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন পরিচালক ড. বাকী বিল্লাহ বলেন, আমাকে যেহেতু টিএসিসির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সেহেতু আমি আমার সর্বোচ্চ দিয়ে এই দায়িত্ব পালন করার চেষ্টা করব। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, ড. বাকী বিল্লাহ বর্তমানে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি দুই মেয়াদে সহকারী প্রক্টর হিসিবে দায়িত্ব পালন করেছেন।
বিডি প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৭/আরাফাত