সংস্কৃতির তীর্থভূমি ঐতিহ্যবাহী রংপুরে শাস্ত্রীয় সংগীতের ধারা আরও বেগবান করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শাস্ত্রীয় সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার সংস্কৃতি বিকাশ কেন্দ্রের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ১ নং খেলার মাঠে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ।
উৎসবটিতে দেশবরেণ্য শাস্ত্রীয় সংগীতজ্ঞজনদের মধ্যে উপস্থিত থাকবেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি (ফেলো) তাপস দত্ত, ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের শিক্ষক এবাদুল হক সৈকত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের (খন্ডকালীন) শিক্ষক বিশ্বজিৎ কুমার নট্ট, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত যন্ত্রশিল্পী মোঃ হাসান আলী প্রমুখ।
অনুষ্ঠানটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আতিউর রহমান।
উল্লেখ্য, এই অনুষ্ঠানটির মাধ্যমেই ‘সংস্কৃতি বিকাশ কেন্দ্র’ নামের সংগঠনটির আত্মপ্রকাশ হবে বলেও জানান কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর ২০১৭/হিমেল