শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৩ তম জন্মবার্ষিকী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যায়ের চারুকলা অনুষদে শিল্পাচার্যের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
জন্মবার্ষিকীতে কর্মসূচীর মধ্যে ছিল শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, শিল্পাচার্যের জীবন ও কর্মের উপর আলোচনা সভা। সভায় চারুকলা অনুষদ ভুক্ত তিনটি বিভাগের শিক্ষকরা শিল্পাচার্যের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এর আগে তিনটি গ্রুপে বিভক্ত করে শিশু থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয় সনদপত্র।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পাচার্যের জন্মবার্ষিকী ও চারুকলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন