ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট ২০১৭ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে জে.আর হালিম একাদশ এবং রানার আপ হয়েছে সেভেন ক্যাডার্স একাদশ।
জানা যায়, নির্ধারিত পঞ্চাশ মিনিটের খেলা গোলশূন্যভাবে ড্র হলে পরে ট্রাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ হয়। এতে একমাত্র জয়সূচক গোলটি করেছেন জে.আের হালিম একাদশের বিপুল হোসাইন। ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে ছিলেন শাহজালাল ইসলাম সোহাগ ও রানার আপ দলেন অধিনায়ক হিসেবে ছিলেন সাকিব হাসান।
মহান বিজয় দিবস ২০১৭ উপলক্ষে ১৬টি দল নিয়ে গত ১৬ ডিসেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হয়। ১৪টি ম্যাচ দিনে অনুষ্ঠিত হলেও ফাইনালে নৈশম্যাচ অনুষ্ঠিত হয়। এতে রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন আহাদুজ্জামান মিনার।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সম্পাদক নাজমুল হক, ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম, ইবি প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, সাধারণ সম্পাদক আসিফ খান প্রমুখ।
টুনার্মেন্ট পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন ছাত্রলীগ কর্মী নুরুজ্জামান সাগর ও হোসাইন মজুমদার।
বিডিপ্রতিদিন/ ০২ জানুয়ারি, ২০১৮/ ই জাহান