আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতার ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ৩৬-২৫ পয়েন্টে হারিয়েছে দলটি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে হারিয়ে তৃতীয় হয়েছে নটরডেম বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩২-২৫ পয়েন্টের ব্যবধানে নটরডেমের বিপক্ষে হেরে যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
শনিবার বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনে অনুষ্ঠিত ফাইনালে প্রথম থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ঢাবির দলটি। কোনো অর্ধেই প্রতিপক্ষকে সামান্যতম সুযোগ দেয়নি তারা। শেষ পর্যন্ত ৩৬-২৫ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করে ঢাবি।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমস ক্লাবের আয়োজনে গত বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দেশের আটটি বিশ্ববিদ্যালয়কে নিয়ে শুরু হয় আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্ট। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাড়াও বাকি দলগুলো হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নটরডেম বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়।
শিরোপা নির্ধারণী ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনসার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকার ও গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের হেড অব মার্কেটিং রুবায়েত সালেহীন।
বিডি প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ