ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষে 'বি' ইউনিটে ভর্তির জন্য অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে।
১ম, ২য় ও ৩য় শিফটের অপেক্ষমান তালিকা থেকে ১৬ জানুয়ারি সাক্ষাৎকার নেয়া হবে। বিশ্ববিদ্যালয় তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সকাল ৯টা হতে অনুষদ ভবনের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সভাকক্ষে যথাক্রমে ইংরেজি, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ফোকলোর স্টাডিজ বিভাগের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
১ম শিফট : ১৫৫ তম হতে ৩০৮ তম পর্যন্ত, ২য় শিফট : ১৫৪ তম হতে ৩০৬তম পর্যন্ত এবং ৩য় শিফট : ৩৪ তম হতে ৬৬ তম পর্যন্ত এ সাক্ষাৎকারে অংশগ্রহণ করবে।
'বি' ইউনিটের বিভাগ পরিবর্তন ১৪ জানুয়ারি
১ম, ২য় ও ৩য় শিফ্টের মেধাক্রম হতে বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আগামী ১৪ জানুয়ারি রবিবার দুপুর ২টার মধ্যে ইউনিট অফিস হতে বিভাগ পরিবর্তনের আবেদন ফরম সংগ্রহ ও জমা প্রদান করতে পারবে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত নম্বর ১৬ নির্ধারণ করায় ইংরেজি বিভাগে আসতে ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এ পরিবর্তন ইংরেজি, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফোকলোর স্টাডিজ এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগ এর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৮/ফারজানা