চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাম ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ দুপুরে চবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে চবি ছাত্র ইউনিয়নের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নিপীড়ন বিরোধী’ শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার চাকসু ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। তারা লাইব্রেরি ভবনের সামনে পৌঁছানোর পর ছাত্রলীগের কর্মীরা মিছিলের ওপর চড়াও হয় বলে প্রত্যক্ষদর্শীরা বলেন।
চবি ছাত্র ইউনিয়নের সভাপতি ধীষন প্রদীপ চাকমা বলেন, ‘লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের কর্মীরা আমাদের মিছিলে হামলা করে। এতে আমাদের অন্তত দশজন আহত হয়েছে।’
চবির সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। এ ব্যাপারে তদন্ত করে আমরা প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করব।’
বিডি প্রতিদিন/এ মজুমদার