জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৫ম আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ সম্মেলন শেষ হবে ২৮ জানুয়ারি, রবিবার। আয়োজক আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষদ।
সম্মেলনের আহ্বায়ক বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসাইন জানান, এবারের ৪ দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, শ্রীলংকা, চীন, জাপান, জার্মানি ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহপৃথিবীর বিভিন্ন দেশের প্রায় ২৫০ জন পণ্ডিত, গবেষকবৃন্দ তাদের গবেষণা প্রবন্ধ পাঠ করবেন।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন নামক এই দ্বিবার্ষিক সম্মেলন ইতোমধ্যে পৃথিবীজুড়ে বিভিন্ন বিদ্যায়তনিক শৃঙ্খলার গবেষক ও পণ্ডিতদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর আয়োজনের ব্যাপ্তি ও পরিধি।
বঙ্গবিদ্যা চর্চার এই বিশ্বজনীন সংগঠনের পূর্ববর্তী সম্মেলনগুলো যথাক্রমে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে (২০১০ সালে), ঢাকা বিশ্ববিদ্যালয়ে (২০১১ সালে), পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়ে (২০১৩ সালে), এবং জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজে (২০১৫ সালে) অনুষ্ঠিত হয়।
বিডিপ্রতিদিন/ ২৫ জানুয়ারি, ২০১৮/ ই জাহান