ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর উপর দুর্বৃত্তদের হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, ইংরেজি বিভাগ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী।
শনিবার সকাল ১০টার দিকে পৃথক পৃথক ব্যানারে এসব কর্মসূচি পালন করেন তারা।
জানা যায়, শনিবার সকাল ১০টায় বিভিন্ন প্রতিবাদ সম্মিলিত প্লাকার্ড হাতে নিয়ে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী। মানববন্ধনে ছাত্রমৈত্রীর যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ বলেন, ‘কিছুদিন আগে উপাচার্যের উপর প্রাণনাশের একটা চক্রান্ত করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আবারও আক্রমণ। আমাদের অভিভাবকই যদি নিরাপত্তাহীনতায় ভোগে তবে তার সন্তানরা কিভাবে নিরাপত্তা পাবেন? এগুলো কার বা কাদের মদদে হচ্ছে খুঁজে বের করে তার শাস্তি নিশ্চিত করতে হবে।’
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান, অনুষদ ভবনের আহ্বায়ক শামিমুল ইসলাম শামিম, আক্তার হোসেন আজাদ, সদস্য আরিফ প্রমুখ।
সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে পৃথক ব্যানারে মানববন্ধন করে কর্মকর্তা সমিতি ও সহায়ক কর্মচারী সমিতি। মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অলি উল্যাহ, কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক মীর মোরশেদুর রহমান, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি উকিল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিউল ইসলাম খান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম প্রমূখ। এসময় বিভিন্ন অফিস ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে র্যালি ও মানববন্ধন করেছে ইংরেজি বিভাগ। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমানের নেতৃত্বে র্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. মামুনুর রহমান, অধ্যাপক ড. মিয়া রাশেদুজ্জামান, অধ্যাপক ড. শাহদাৎ হোসেন আজাদসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম