ভর্তি পরীক্ষার পর ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পড়ে থাকা ময়লা, আবর্জনা পরিষ্কার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত তারা এই পরিষ্কার অভিযান কর্মসূচি পালন করেন।
এসময় তারা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ভবন, টুকিটাকি চত্বর, প্রশাসন ভবন, শহীদ মিনারসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পড়ে থাকা ময়লা-আবর্জনা, পানির বোতল, প্যাকেটজাত খাবারের মোড়ক, খাবারের প্যাকেট, দোকানদারদের ফেলা আবর্জনায় কাগজ, পলিথিন, চিপসের মোড়কগুলো পরিষ্কার করেন।
এ বিষয়ে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসে অনেক মানুষ এসেছিল। গত দুই দিনে ক্যাম্পাসের ভেতর যেসব ময়লা আবর্জনা পড়েছিল সেগুলো পরিষ্কার করার জন্য আমরা নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেছি। আগামীতেও আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম