চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য ২০১৮-১৯ সেশনের ডি-ইউনিটের (সম্মিলিত-অনুষদ) ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। পরিবহন শ্রমিক সমিতির ডাকা ধর্মঘটের প্রেক্ষিতে এ ঘোষণা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
সড়ক পরিবহন আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা সংশোধন না করায় আজ শ্রমিক সমাবেশ থেকে ২৮ ও ২৯ অক্টোবর সারাদেশে পূর্বনির্ধারিত কর্মবিরতি পালন করার ঘোষণা দেয়া হয়। তাই আগামীকালকের নির্ধারিত ভর্তি পরীক্ষা হবে কিনা এ নিয়ে তৈরি হয় শঙ্কা। এ শঙ্কা থেকে মুক্ত করতেই চবি উপাচার্য সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এ ব্যাপারে চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, পরিবহন মালিক সমিতির সাথে আমাদের কথা হয়েছে। কালকের ভর্তি পরীক্ষার জন্য তাদের ধর্মঘট থেকে চট্টগ্রাম বিভাগ আওতামুক্ত থাকবে।
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর, ২১০৮/মাহবুব