চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ সেশনের ভর্তি পরীক্ষার দুই শিফটে 'এ' ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে অংশগ্রহণ করেছে প্রায় ৭৬ শতাংশ।
জানা যায়, বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিটে আবেদন করেছিল ৪৪ হাজার ৪৩১ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৩৫৮৮ জন। গত বছর 'এ' ইউনিটের পরীক্ষার্থী উপস্থিতি ছিল ৭১ শতাংশ। এবার অংশগ্রহণকারী বেড়েছে ৫.৫ শতাংশ। এছাড়া, পরিবহন ধর্মঘটের মধ্যেই 'ডি' ইউনিট এবং 'এ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দুই ইউনিটে পরীক্ষার্থীর উপস্থিতি নিয়ে সংশয় ছিল অনেকের প্রকাশ করে। কিন্তু খবর নিয়ে জানা যায়, গত বছরের তুলনায় ভর্তিচ্ছুদের উপস্থিতি কমেনি বরং বৃদ্ধি পেয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গতবছর 'এ' ইউনিটে উপস্থিতির হার ছিল ৭১%। এবছর ২০১৮- ১৯ সেশনের ভর্তি পরীক্ষায় প্রায় ৭৬%। এ হিসেবে ধর্মঘটের কোনো প্রভাব 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় পড়েনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ