মাদক বিরোধী প্রচারণার সাংস্কৃতিক অনুষ্ঠান ‘তারুণ্যের জাগরণ’ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিবাগত রাতে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস ও সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের আয়োজনে হাবিপ্রবির নূর হোসেন মাঠ প্রাঙ্গণে এ “তারুণ্যের জাগরণ” অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার লক্ষ্যে শপথগ্রহণ ও সেঁজুতি সাংস্কৃতিক ঐক্য'র পরিচালনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেঁজুতি সাংস্কৃতিক ঐক্য’র সভাপতি সাজিদুর রহমান সৈকত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন র্যাব-১৩ এর পরিচালক বিপিএম পিপিএম মো. মোজাম্মেল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. মাসুদ হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক মো. রাজিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন পাটোয়ারী বিজনেস হাউজের ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন।
বিডি প্রতিদিন/এ মজুমদার