বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী। বৃহস্পতিবার দিনের প্রথম প্রহরে (১২টা ১ মিনিট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের কর্মসূচি শুরু করে নেতাকর্মীরা। এরপর দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয়।
এসময় কেন্দ্রীয় সভাপতি ফারুক আহমেদ রুবেল ও সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল মুঠোফোনে নেতাকর্মীদের আসন্ন জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেন।
এদিকে কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা এগারোটায় দলীয় টেন্ট থেকে একটি র্যালি বের হয়। ইবি শাখা ছাত্র মৈত্রীর সভাপতি মোরশেদ হাবিবের নের্তৃত্বে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে নেতাকর্মীরা। র্যালিটি পুনরায় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় টেন্টে সমাবেশ মিলিত হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক শামিমুল ইসলাম সুমনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি মোরশেদ হাবিব ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ। এসময় সহ-সভাপতি আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আক্তার হোসেন আজাদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে দলীয় টেন্টে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার