জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এনামুল হক খান আর নেই। আজ কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
বাদ এশা খিলগাঁও সি-ব্লকের পুরাতন পাকা জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মৃতদেহ দাফনের জন্য মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়া হবে। দাফনের পূর্বে সেখানেও আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল