ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর উদ্যোগে ভালবাসা, জীবন ও আইন সম্পর্কিত সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা এগারোটায় আইন বিভাগের ম্যুট কোর্ট গ্যালারিতে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাথে ব্লাস্টের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
জানা যায়, সুইডিশ অর্থায়নে ব্লাস্টের একটি প্রকল্পের অধীনে বাংলাদেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ের ভেতর প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে ও আইন এবং ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক বনানী আফরিনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারক ও ব্লাস্টের মুখ্য আইন উপদেষ্টা নিজামুল হক নাসিম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জহুরুল ইসলাম।
ভালবাসা, জীবন ও আইন সম্পর্কিত এ কর্মশালায় আইন, আইন এবং ভূমি ব্যবস্থাপনা ও সমাজ কর্ম বিভাগের ৫৩ জন বাছাইকৃত শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালায় নারী অধিকার, লিঙ্গ বৈষম্য, নারীর স্বাস্থ্য ও যৌন ও প্রজনন স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে সচেতনতামূলক ট্রেনিং প্রদান করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন ব্লাস্টের গবেষণা বিশেষজ্ঞ ব্যারিস্টার আব্দুল্লাহ আনবার আনান তিতির ও প্রশিক্ষণ সমন্বয়ক শাহ আলম।
এর আগে, সকাল সাড়ে দশটায় উপাচার্যের কার্যালয়ে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এবং ব্লাস্টের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারক ও ব্লাস্টের মুখ্য আইন উপদেষ্টা বিচারপতি নিজামুল হক নাসিম। সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ, উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জহুরুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৯/মাহবুব