শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজির উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘ইঞ্জিনিয়ারিং রিসার্স ইনোভেশন এন্ড এডুকেশন’ বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সম্মেলন সমাপ্ত হয়েছে। আজ রবিবার বিকাল ৪টা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই সম্মেলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তার বক্তব্যে তিনি বলেন, এ কনফারেন্স গবেষকদের জন্য আগামী দিনের গবেষণার ক্ষেত্রে গাইড লাইন হিসেবে কাজ করবে। আশা করি, এ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বিজ্ঞান ও প্রযুক্তিতে গবেষণার ক্ষেত্রে আরো উৎসাহিত হবে এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি করবে। নতুন উদ্ভাবন শুধু এ বিশ্ববিদ্যালয়ের সম্মান বয়ে আনবে না; বরং জাতীয় উন্নয়নেও ভূমিকা রাখবে।
ভিসি আরো বলেন, শাবিপ্রবি গবেষণা কেন্দ্রের মাধ্যমে শিক্ষকদের গবেষণার ক্ষেত্রে সহায়তা প্রদান করা হচ্ছে। এ বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে দেশে ও বিদেশে খ্যাতি অর্জন করেছে।
এসময় অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ দেশী-বিদেশী গবেষকদের কনফারেন্সে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।
স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেফোডিল ইউনিভার্সিটির ইমিরেটস প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ এবং ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুদীপ্ত রায়।
এসময় অরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, কনফারেন্সের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আজিজুল হক এবং কনফারেন্সের সেক্রেটারী অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম।
উল্লেখ, দেশী-বিদেশী গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কনফারেন্সে মোট ১৫২টি গবেষণা প্রবন্ধ ও ২৫টি পোস্টার উপস্থাপিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার