গত ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। কিন্তু আওয়ামী লীগের সাবেক সাধারণ সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে ২৭ জানুয়ারি আনন্দ মিছিলের দিন ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ। এ উপলক্ষ্যে দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট একটি র্যালি বের করে করা হয়।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্ত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আমিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় র্যালিতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রসুল নিশান, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আমির সোহেন, ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়, উপ-সাহিত্য সম্পাদক ইমাম উদ্দিন ফয়সাল ফারভেজ, উপ-বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার, পাঠাগার সম্পাদক আবু বকর তোহা, সাবেক সদস্য আজিজুর রহমান নিশান, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সোহাগ, ছাত্রলীগ মুজিবুর রহমান, মঈনুল ইসলাম, তানভীর আহমেদ রাকীব, অনুপম রুদ্র, মো. শাউন, জান্নাতুল নাঈম জেরি, নাঈমা রহমানসহ বিপুল পরিমাণ ছাত্রলীগ কর্মী।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৯/মাহবুব