কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ স্প্রিং-২০১৯ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। ১১ ফেব্রুয়ারি ২০১৯ বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শারাফাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর স্কুল অব বিজনেস- এর বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা অধ্যাপক এম এ আরাফাত, উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বিডি প্রতিদিন/ফারজানা