বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয় দিবস মানেই অন্যরকম এক আমেজ। বাংলাদেশের প্রেক্ষিতে সেই আমেজ শুরু হয় রাত বারোটার সাথে সাথেই। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতি নিজের আবেগকে তুলে ধরেন অধিকাংশ শিক্ষার্থীই।
তবে শিক্ষার্থীদের সেই আবেগকে বিন্দুমাত্র শ্রদ্ধা না করে, শিক্ষার্থীদের ক্লাসে রেখে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বরাবরের মতো শুধুমাত্র র্যালি আর কেক কেটেই বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের দায় সেরেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয় দিবসে ছিলো না বাড়তি কোনো আয়োজন। তবে অন্যান্য বারের র্যালিতে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি থাকলেও এবাবের র্যালি ছিলো শিক্ষার্থীশূন্য।
র্যালির প্রথম দিকে গুটিকয়েক শিক্ষার্থী থাকলে র্যালি শেষ হওয়ার সময় একজন শিক্ষার্থীও ছিলো না। তবে শিক্ষার্থী বহনকারী বাসগুলো পরিপূর্ণ থাকলেও এ সময়টাতে অধিকাংশ বিভাগে ক্লাস পরীক্ষা থাকায় তারা র্যালি কিংবা প্রতিষ্ঠাবার্ষিকীর কোনো আয়োজনে উপস্থিত থাকতে পারেনি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম বলেন, ‘দায়টা আমাদেরই। আমরা প্রত্যেক বিভাগকে বিশ্ববিদ্যালয় দিবসের সকল কার্যক্রমে অংশগ্রহণের জন্য আহ্বান করেছি। তবে বিভাগের শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের এ ব্যাপারে জানাইনি বলে আমার মনে হয়। ভবিষ্যতে যারা এ ধরণের দায়িত্বে আসবে তাদের বিষয়টি নিয়ে সচেতন থাকা উচিত।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ