'বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাস ওয়ান' এ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে কৃষিবিদ দিবসের র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এরপর দিবসের তাৎপর্যের উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্ত্বরে ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক মোহাম্মদ রাজিব হাসান-এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।
দিবসের তাৎপর্য তুলে ধরে সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পরেই ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য গ্রাম ও কৃষি উন্নয়নের নানামূখী উন্নয়ন পরিকল্পনা নিতে শুরু করেন।
তিনি তাঁর গঠিত পরিকল্পনা কমিশনে কৃষিবিদদের অর্ন্তভূক্ত করেন। তিনি ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদার ঘোষণা দেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, প্রফেসর ড. শাহাদাৎ হোসেন খান, প্রফেসর ডা. মো. ফজলুল হক, ড. ইমরান পারভেজ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বুলবুল, হাসান, প্রিয়াংকা ও শাকিল প্রমূখ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডীন, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ