দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার দুপুর ১টায় কলেজ ক্যাম্পাসের মুক্ত মঞ্চে পায়রা ও বেলুন উড়িয়ে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির উদ্বোধন করেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও শেরে-ই বাংলা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ।
এ সময় মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাপ্টেন ডা. সিরাজউদ্দিন আহমেদ, বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ মাকসুমুল হক, হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন এবং বিএমএ কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক ডা. পবিত্র দেবনাথ।
উদ্বোধন শেষে কলেজ চত্ত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বর্তমান ও সাবেক শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন।
র্যালি শেষে কলেজ চত্ত্বর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।
৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় কলেজ অডিটরিয়ামে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম