চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম।
গতকাল বুধবার বাদ মাগরিব চট্টগ্রাম নগরীর কদম মোবারক মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামীম, আইন কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান খান, চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মামুন, আরিফ হোসেন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আমীর সোহেল, পাঠাগার বিষয়ক সম্পাদক আবু বকর তোহা, উপ পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল সুমন, সহ-সম্পাদক আবীর ইকবাল, মো. রবিন, আবু হেনা মাসুম কামালসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/ফারজানা