ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা। গতকাল শুক্রবার রাতে উপাচার্য বাসভবনে এ বৈঠকে অনুষ্ঠিত হয়। তবে এ বৈঠকের বিষয়ে আগে থেকে কিছুই জানানো হয়নি ডাকসুর সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে। স্বাভাবিকভাবে তারা সভায় উপস্থিতও ছিলেন না।
প্রসঙ্গত, ডাকসুর এই দুই নেতা কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে নির্বাচিত।
ভিপি নুরকে না জানানোর বিষয়ে ডাকসুর সহ সাধারণ সম্পাদক (এজিএস) ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, ‘ভিপি নুরুল হক দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ও পিয়াজ নিয়ে ব্যস্ত। আমাদের না জানিয়েই তিনি খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করছেন। তাহলে তাকে আমরা সভার বিষয়ে কেন জানাব?’
এ অভিযোগের বিষয়ে ভিপি নুর গণমাধ্যমকে বলেন, ‘ডাকসুর বিভিন্ন সিদ্ধান্ত ছাত্রলীগের প্রতিনিধিরা এককভাবেই নিয়ে থাকেন। অনেক ক্ষেত্রেই তারা আমাকে কিছুই জানান না। ডাকসুকে তারা ডাকসুলীগে পরিণত করেছেন। উপাচার্যের ভূমিকায় মনে হয়, তিনি শিক্ষার্থীদের উপাচার্য নন, বরং ছাত্রলীগের উপাচার্য; ডাকসুর সভাপতি নন, বরং ডাকসুলীগের সভাপতি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি হিসেবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নয়, জাতীয় জীবনের সংকট নিয়ে কথা বলার অধিকার আমার আছে। ছাত্রলীগ আমার এই অধিকারে হস্তক্ষেপ করতে পারে না।’
গতকালের সভাটি কোনো অনুষ্ঠানিক সভা ছিল না বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাবি উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী দুই দিন আগে বলেন, তারা আমার সঙ্গে দেখা করতে চান। পরে গতকাল সভাটি হয়।’
বিডি-প্রতিদিন/মাহবুব