ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদল্যায় প্রশাসন।
শাহবাগ থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, ক্যান্টনমেন্ট থানায় ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছে। ঢাকা বিশ্ববিদল্যায় প্রশাসন আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেটি আমরা ক্যান্টনমেন্ট থানায় পাঠিয়ে দিয়েছি।
এর আগে রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় সোমবার সকালে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা। এদিকে, ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে একদল শিক্ষার্থী। এতে ওই এলাকার বিভিন্ন রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার বেলা ১২টার পর শাহবাগ মোড় অবরোধ করতে দেখা যায় শিক্ষার্থীদের।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হন দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ