রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া ধর্ষকের ফাঁসির দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালনের মধ্য দিয়ে এই দাবি জানাচ্ছেন তারা।
সকাল থেকেই রাজু ভাষ্কর্যের চারদিকের রাস্তায় অবস্থান নিয়ে ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। তারা স্লোগান দিচ্ছেন, ' ধর্ষকের শাস্তি, ফাঁসি ফাঁসি', 'আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন, জবাব চাই প্রভৃতি। বিপ্লব নামে এক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, আমরা এই ঘটনাসহ সব ধর্ষণের শাস্তি ফাঁসি চাই। দুঃখজনক হলো, আমরা ধর্ষনের সব ঘটনার বিচার হয় না।
এর আগে অপরাজেয় বাংলা থেকে গণরুমের শিক্ষার্থীদের ব্যানারে কালো পতাকা মিছিল করে। এতে উপস্থিত ছিলেন ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত। পরে রাজু ভাষ্কর্যের সামনে ধর্ষকের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করে আন্দোলনকারীরা।
এ সময় তানভীর হাসান সৈকত বলেন, আজ হয়তো আমার বোন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাথে ধর্ষণের মত বর্বরোচিত ন্যাক্কারজনক ঘটনা ঘটে যাওয়ায় গণমাধ্যম সহ সকল স্তরের মানুষের মাঝে প্রতিক্রিয়া ও প্রতিবাদের ঝড় উঠে এবং দ্রুত ধর্ষক আটক হয়েছে। কিন্তু আমার অজপাড়াগাঁয়ে, প্রান্তিক বোনদের সাথে ঘটে যাওয়া প্রতিনিয়ত ধর্ষণের বিচার আদৌ হয় কি? এটাই হোক বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে শেষ প্রতিবাদ। ধর্ষণ প্রতিরোধে সরকার, জনগণ সকলের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি ধর্ষকের শাস্তি ফাঁসির আইন প্রনয়ণ করে ধর্ষণবিরোধী রাষ্ট্র তৈরি করতে হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন