চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের চাঁদমারি মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসিবুল ইসলাম। পরে প্রধান অতিথি বেলুন ও শ্বেত কবুতর উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করেন। প্রতিযোগিতায় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/ফারজানা