কোভিড-১৯ বৈশ্বিক মহামারি এবং এর দীর্ঘমেয়াদি প্রভাবের কারণে মানুষ ভিন্নধর্মী অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। বিশেষ করে শিশুদের স্বতঃস্ফূর্ত কর্মকাণ্ডের ওপর এ মহামারি নেতিবাচক প্রভাব ফেলেছে।
এ প্রতিকূলতা সত্ত্বেও ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) এবার ভিন্নভাবে অনলাইন মাধ্যম ব্যবহার করে হ্যালোইন উদযাপন করেছে।
কঠিন সময়ে শিক্ষার্থীদের পরস্পরের সাথে যুক্ত রাখা ও ইতিবাচক মনোভঙ্গি বজায় রাখতে উৎসাহ প্রদান করাই এ গ্রুপ- সেলিব্রেশনের উদ্দেশ্য।
প্রথমবারের মতো ভার্চুয়াল হ্যালোইন উদযাপনের জন্য শিক্ষার্থী ও শিক্ষকরা ভিন্ন ধরনের পোশাক পরিধান করে। এ দুর্বিষহ সময়ে এ উদযাপনে ভিন্নমাত্রা যোগ করতে তারা তাদের ছবি, আটওয়ার্ক ও গল্প অনলাইন মাধ্যমে শেয়ার করেছেন।
বিডি প্রতিদিন/এমআই