আবহমান বাংলার গ্রামীণ ঐতিহ্যে পালিত হলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা, পুতুল নাচ ও লোকজ লাঠিখেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বেলুন ও সাদা পায়রা উড়িয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। সকাল ১১টায় প্রশাসনিক ভবন প্রাঙ্গন হতে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সিলেট নগরীর টিলাগড় পয়েন্ট পর্যন্ত ঘুরে পুণরায় ক্যাম্পাসে এসে শোভাযাত্রাটি শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা শেষে বৈশাখী চত্বরে শুরু হয় লোকজ লাঠিখেলা। লোকজ সংস্কৃতির এই অমূল্য নিদর্শন উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শকরা।
লাঠি খেলার পর প্রদর্শিত হয় বাংলার ঐতিহ্যবাহী পুতুলনাচ। কখনো সংলাপ, কখনও সংগীত আর কখনও বাদ্যযন্ত্রের তালে পুতুল নাচ দেখে বিমোহিত হন আগত দর্শকরা। ‘কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি’ শ্লোগানকে সামনে রেখে ২০০৬ সালের ২ নভেম্বর তৎকালীন সিলেট ভেটেরিনারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। টিলাঘেরা সবুজ ক্যাম্পাসে বর্তমানে ৬ টি অনুষদ ও ৪৭ টি বিভাগের অধীনে প্রতিনিয়ত চলছে কৃষি শিক্ষা ও গবেষণার কাজ। বৈশ্বিক মহামারীর সময়েও আন্তর্জাতিক সূচক স্কোপাসে সূচিত বিভিন্ন জার্নালে বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দের ১০০ এর অধিক গবেষণাপ্রবন্ধ প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার জানিয়েছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ২০ বছরের একটি পরিকল্পনা হাতে নিয়েছে। সবার সহযোগিতা পেলে এ বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সসিলেন্স হিসেবে গড়ে তোলা সম্ভব।
বিডি প্রতিদিন/এএম