ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিটে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী ৯৪ হাজার ৫০৯ জনের মধ্যে পাস করেছেন ১০ হাজার ১৬৫ জন, যা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৭৬ শতাংশ। ৮৯ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।
গত ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/ফারজানা