ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘গার্হস্থ্য অর্থনীতি’ ইউনিট এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বুধবার বেলা সাড়ে ১২টায় প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে দু’টি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
এর আগে গত ১৩ নভেম্বর রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সরকারি সাত কলেজের ‘কলা ও সামাজিক বিজ্ঞান' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ইউনিটের ১৪,৩৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারির সংখ্যা ছিল ৩১ হাজার ৩৫৮জন।
এদিকে, গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা গত ১২ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৬৫৫টি আসনের বিপরীতে আবেদনকারী ছিলেন ৯ হাজার ৪৫১ জন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির