বরিশাল বিশ্ববিদ্যালয়ে মুজিব জন্মশতবর্ষে প্রকাশিত জার্নালের মোড়ক উন্মোচন হয়েছে।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের জার্নালের মোড়ক উন্মোচন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন, জার্নালের সহযোগী সম্পাদকবৃন্দ, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুজিব জন্মশতবর্ষে প্রকাশিত বিভিন্ন অনুষদের জার্নালগুলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়।
এ সময় উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙালী প্রকৃত স্বাধীনতার স্বাদ লাভ করেছিলো। ১০ জানুয়ারি দেশের মাটিতে পা রেখে বঙ্গবন্ধু জনতার উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছিলেন তার একটি দার্শনিক ভিত্তি ছিলো। ওই বক্তব্যে বাংলাদেশের ভবিষ্যত উন্নয়ন অগ্রগতির নির্দেশনা নিহিত ছিলো।
পরে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শিক্ষক সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইউমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। শিক্ষক সমিতির সধারণ সম্পাদক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন