সম্প্রতি কোভিড-১৯ এর সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনে’র পুনর্মিলনী অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে আগামী ১৪ ও ১৫ জানুয়ারি হওয়ার কথা ছিল ‘শতবর্ষের মিলনমেলা’ শীর্ষক অনুষ্ঠানটি।
সোমবার সন্ধ্যায় অ্যালামনাই অ্যাসোসিয়শনের সভাপতি এ কে আজাদ ও মহাসচিব রঞ্জন কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান করোনা পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪ ও ১৫ জানুয়ারি তারিখের ‘শতবর্ষের মিলনমেলা' অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী তারিখ সম্মানিত সদস্যদের জানিয়ে দেওয়া হবে। অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
উল্লেখ্য, অনুষ্ঠানটি গত বছরের ২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে তারিখ পরিবর্তন করে এ বছরের ১৪ ও ১৫ জানুয়ারি নির্ধারণ করা হয়। করোনা পরিস্থিতির কারণে সেটিও পিছিয়ে গেল।
বিডি প্রতিদিন/আরাফাত