স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের কর্মজীবনে যোগদানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) শনিবার দিনব্যাপী জব ফেয়ার ২০২২ আয়োজন করে। জব ফেয়ারের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড লামাগনা।
এবারের জব ফেয়ারে দেশের ৯৬টি স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান অংশগ্রহন করে। এদের মধ্যে রয়েছে ব্যাংক, বীমা, লিজিং, অটোমোবাইল কোম্পানী, ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, টেলিকম, তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান, এয়ারলাইন্স, ট্রেডিং, এডভার্টাইজিং, ইলেক্ট্রনিক মিডিয়া, জব-পোর্টাল, রিয়েল এস্টেট ও নির্মানকারী প্রতিষ্ঠান ইত্যাদি।
উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসাবে অংশগ্রহন করেছে বাংলালিংক, আইপিডিসি, ব্রাক ব্যাংক, এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক, গ্রো এন এক্সেল, নগদ, বিকাশ, এসিআই, বাংলাট্রাক, ব্রেইন স্টেশন ৩, ডাটাপাথ, ইনফো লিংক, লিংক৩, মুনসী লিমিটেডসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহ। জব ফেয়ারে এআইউবি এলামনাই সদস্যবৃন্দের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহও অংশগ্রহন করে। দিনব্যাপী জব ফেয়ারে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানসমূহ চাকুরীপ্রার্থীদের জীবন বৃত্তান্ত গ্রহনের ব্যবস্থা করে। এআইইউবি ২০০৬ সাল হতে প্রতিবছর জব ফেয়ারের আয়োজন করে আসছে। কোভিড-১৯ এর বিধি নিষেধের কারনে ২০২০ এবং ২০২১ সালে জব ফেয়ার অনুষ্ঠিত হয়নি।
এআইইউবি এর ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড লামাগনা জব ফেয়ারে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানসমূহের ষ্টলসমূহ পরিদর্শন করেন এবং অংশগ্রহনকারী প্রতিষ্ঠানসমূহকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান জনাব ইশতিয়াক আবেদীন, প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান ও প্রতিষ্ঠাতা সদস্য মিসেস নাদিয়া আনোয়ার-এর প্রত্যক্ষ তত্বাবধানে এআইইউবি’র অফিস অব প্লেসমেন্ট এন্ড এলুমনাই জব ফেয়ার ২০২২ এর উদ্যোগ গ্রহণ করে। জব ফেয়ারে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, উর্দ্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন অনুষদের বিপুল সংখ্যক বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম