পরীক্ষা চলছে অধিকাংশ বিভাগের শিক্ষার্থীদের। তবে থেমে নেই আধিপত্য বিস্তারের মানসিকতা। মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপ-গ্রুপ বিজয়ের দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় দেশীয় অস্ত্র, ভাঙা কাঁচের বোতল দেখা যায় এবং ইট-পাথর নিক্ষেপ করা হয়।
শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল এবং মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস ক্যাম্পাসে প্রবেশ করাকে কেন্দ্র করে বিজয় গ্রুপের নেতা মো. নজরুল ইসলাম সবুজ ও ইলিয়াসের অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে মাদক কারবারিসহ বিভিন্ন অভিযোগে মোহাম্মদ ইলিয়াসকে ছাত্রলীগ থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা।
এবিষয়ে বিজয় গ্রুপের নেতা নজরুল ইসলাম সবুজ বলেন, ইলিয়াসের অনুসারীরা এফ রহমান এবং আলাওল হল থেকে সোহরাওয়ার্দী হলে এসে ঝামেলা করে। ক্যাম্পাসে ছাত্রলীগের নাম ব্যবহার করে টেন্ডারবাজি করছে ইলিয়াস। তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সে ছাত্রলীগের দুর্বল কর্মীদের টাকা দিয়ে দলে ভিড় করছে।
প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া এ বিষয়ে বলেন, রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। প্রক্টরিয়াল বডির সদস্যরাও ঘটনাস্থলে ছিলেন। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
বিডি প্রতিদিন/হিমেল