রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়ে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে কোন প্রকার বৈষম্য করার এখতিয়ার রাখে না। তাই পোষ্য কোটায় অকৃতকার্য হয়েও এমন শিক্ষার্থী ভর্তি সুযোগ দেয়ার যৌক্তিকতা নেই। যদি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সন্তানকে বিশ্ববিদ্যালয়েই পড়াতে হয়, তবে তারা যেন সন্তানদের বিদেশে কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ান। বিশ্ববিদ্যালয়কে পারিবারিক প্রতিষ্ঠান বানাবেন না। তাই আগামী তিন দিনের মধ্যে এই পোষ্য কোটা বাতিল করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
কর্মসূচিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তর, ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাব্বত হোসেন মিলন, উর্দু বিভাগের মেহেদি হাসান মুন্না, দর্শন বিভাগের আশিকুল্লাহ মুহিব, পপুলেশন সায়েন্স বিভাগের আমানুল্লাহ আমান বক্তব্য দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অন্তত ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৩ নভেম্বর পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। এ সময় পোষ্য কোটা বাতিল ও অকৃতকার্য শিক্ষার্থীদের ভর্তি বাতিলের দাবি জানানো হয়।
উল্লেখ্য, এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পাশ নম্বর ৪০ নির্ধারণ করা হয়। তবে পোষ্য কোটায় আসন ফাঁকা থাকায় নির্ধারিত এই নম্বর কমিয়ে ৩০ করার সিদ্ধান্ত হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী অকৃতকার্য ৬০ জন সন্তান ভর্তির সুযোগ পাচ্ছেন।
বিডি-প্রতিদিন/বাজিত