বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীকে ঘুম থেকে ডাকাডাকিকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থীকে ত্রিশাল থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, শুক্রবার সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়ার জন্যে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি লিটনের অনুসারী বিশ্ববিদ্যালয়ের তুষার শিক্ষার্থীদের ডাকাডাকি করতে থাকে। এসময় বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী মাছুদের রুমে গিয়ে ডাক দিলে সে যেতে অস্বীকৃতি জানালে তুষার তাকে চড় মারে। পরে শিক্ষার্থীরা অনুষ্ঠান শেষে জুমআর নামাজে চলে গেলে মাছুদ তার দলবল নিয়ে ৪১৬ নাম্বার রুমে থাকা নাট্যকলা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী তুষারের উপর হামলা করে ও মারধর করে মাথায় আঘাত করে। এসময় রুমের আশেপাশে থাকা হলের শিক্ষার্থীরা এসে তুষারকে উদ্ধার করে ত্রিশাল থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করে।
বিডি প্রতিদিন/হিমেল