ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনে ১৫ পদের মধ্যে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের ১৪ জন প্রার্থী জয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত সাদা দল থেকে নির্বাচিত হয়েছেন মাত্র একজন শিক্ষক।
আগামী এক বছরের জন্য শিক্ষক সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নীলদলের অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া। তিনি পেয়েছেন ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম পেয়েছেন ৩৮৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. জিনাত হুদা ৭১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদাদলের অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান পেয়েছেন ৫৮১ ভোট।
১০টি সদস্য পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জিয়া রহমান। ১৩৮১ ভোটের মধ্যে তিনি ৮৮২ ভোট পেয়েছেন যা বিজয়ী অন্য প্রার্থীদের মধ্যেও সর্বোচ্চ। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচনে অধ্যাপক ড. মো. জিয়া রহমান রেকর্ড ১৬১ ভোট পেয়ে ডিন নির্বাচিত হন। তিনি ঢাবির সিনেট সদস্য এবং বর্তমান বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি শিক্ষক সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবু খালেদ মো. খাদেমুল হক। তিনি পেয়েছেন ৮৪৫ ভোট।
তৃতীয় সর্বোচ্চ ৮৪০ ভোট পেয়ে সমিতির কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জেএম শফিউল আলম ভূঁইয়া। তিনি এর আগেও সমিতির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের হলের প্রথম প্রভোস্ট ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল